歌词
ধেয়ে এল ওরা কোথা থেকে
কোন ঘাঁটি থেকে নেমে এল
মানুষ খুনের পরোয়ানা
বলো কোত্থেকে ওরা পেল
এত ঘৃণা রাখা কোন দেশে
ঘুণপোকা চষে কোন দেহ
দেশমাতৃকা ভালবেসে
(চরে) আইটি সেলের সন্দেহ
অবিশ্বাসের খাস্তা স্বাদ
ধর্মরক্তে চুবিয়ে খাও
রক্ত রোমাঞ্চ সংবাদ
যুদ্ধ নোটিসে টাঙিয়ে দাও
যুদ্ধ যাদের হাতের পাঁচ
মানুষে মানুষে হানাহানি
এটাই ওদের খুড়োর কল
এভাবে বেচছে শয়তানি
রুখে দাঁড়াচ্ছে কোথা থেকে
ওরা বাঁচাচ্ছে প্রতিবেশি
এই তো আমার দেশের ধাঁচ
এখানে প্রেমের দামই বেশি
ধর্ম বাওয়াল গুলিয়ে দ্যায়
ভুখা জনতার পেটের টান
কর্মখালির খোঁজ নিও
ঠোঁটে তুলে বেঁচে থাকার গান
তবু কারও দেরি হয়ে গ্যালো
আগুনে পুড়ল বৃদ্ধা মা
আসলে পুড়ল দেশের নাম
আসলে পুড়ল সভ্যতা
তবু বড়ও দেরি হয়ে গ্যালো
বোবা হয়ে গ্যালো মুখরতা
আসলে খুন হ’ল দেশের মান
খুন হয়ে গ্যালো মানবতা
দগদগে ইতিহাসের ঘা
专辑信息