Adhora Madhuri

歌词
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা
তারি ঝরা ফুলের গন্ধ অন্তরে ঢাকা
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ওগো বিদেশিনী
তুমি ডাকো ওরে নাম ধরে
ও যে তোমারি চেনা
ওগো বিদেশিনী
তোমারি দেশের আকাশ ও যে জানে
তোমার রাতের তারা
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া
তোমারি দেশের আকাশ ও যে জানে
তোমার রাতের তারা
তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া
নাচে তোমারি কঙ্কণেরই তালে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
专辑信息
1.Adhora Madhuri