歌词
বোধহয় কেউ ভাবেনি কখনও
ভাবনার‌ও হয়েছে বয়েস
বোধহয় কেউ খেয়াল করেনি
কেটে গেছে চিন্তার রেশ
বিভাজন খবর দিয়েছে
কিছুই থাকেনি অবশেষ
বিভাজিত ভাবনারা ভাবে
কবে এই ভাবনার শেষ
এই মহানগরী‌ও ভাবে
ভাবে এই পরাধীন দেশ
স্বপ্নের শুরু কোনখানে
কোথায় সে স্বপ্নের শেষ
স্বপ্নের মূল্য কি জানে
স্বপ্ন যে দেখতে শেখায়
স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও
তাকে যেন খুঁজে পাওয়া যায়
বোধহয় কেউ চেনেনি কখনও
চেনা চেনা মানুষের মন
মুখোশটা আড়াল করেছে
আড়ালেই কেটেছে জীবন
বিভাজন হঠাৎ এসেছে
বদলে দিয়েছে পরিবেশ
বিভাজিত ভাবনারা ভাবে
কবে পরিবর্তন হবে শেষ
专辑信息
1.Bibhajon